Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিবার পরিকল্পনা

ইপিআই কর্মসূচীঃ

কর্মসূচীর নামঃ সম্প্রসারিত টিকাদান কর্মসূচী

কর্মসূচী বাস্থবায়নকারীঃ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এবং তাহার আওতাধীন সকল স্বাস্থ্যকর্মী ।

অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারীঃ স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রনালয়,বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

লক্ষ্য ও পদ্ধতিঃশিশুদের ০৮টি রোগের বিরুদ্ধে প্রতিরোধ টিকা প্রদান ও ভিটামিন এ ক্যাপসুল এর মাধ্যমে রাতকানা রোগ ও অপুষ্টি প্রতিরোধ । মায়েদেরকে টিটি টিকার মাধ্যমে মা এবং নবজাতক শিশুর টিটেনাস প্রতিরোধ ব্যবস্থা। মায়েদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে মায়েদের এবং নবজাতক শিশুদের ভিটামিন এ এর ঘাটতি পূরন। মুল লক্ষ্য হচ্ছে, শিশু ভোগান্তি এবং মৃত্যু হার কমানো।

আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ ১৫-৪৯ বৎসরের সকল মহিলা এবং ০-৬০ মাস বয়সী সকল শিশু ।

ই ও সি কর্মসূচীঃ

কর্মসূচীর নামঃ প্রসূতি সেবা

কর্মসূচী বাস্থবায়নকারীঃ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এবং ই ও সি অন্তর্ভুক্ত হাসপাতাল সমুহের ডাক্তার ও নার্স ।

অর্থায়ন ও অন্যান্য সহায়তা্কারীঃ স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রনালয়,ইউনিসেফ।

লক্ষ্য ও পদ্ধতিঃ নিরাপদ মাতৃত্ব, বিপদ মুক্ত ডেলিভারী এবং শিশু ও মাতৃ মৃত্যু হার কমানো ।

আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ সকল গর্ভবতী মা ।

এ আর আই কর্মসূচীঃ

কর্মসূচীর নামঃ এ আর আই

কর্মসূচী বাস্থবায়নকারীঃ তত্বাবধায়ক/ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের সকল ডাক্তার , চিকিৎসা সহকারী,ফার্মাসিষ্ট,নার্স ।

অর্থায়ন ও অন্যান্য সহায়তা্কারীঃ স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রনালয়,ইউনিসেফ।

লক্ষ্য ও পদ্ধতিঃ শিশুদের  নিউমোনিয়া এবং শ্বাসনালী প্রদাহ জনিত রোগের চিকিৎসা এবং প্রকোপ কমানো ।

আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ সকল শিশু ।

টিবি এবং লেপ্রোসী কন্ট্রোল কর্মসূচীঃ

কর্মসূচীর নামঃ যক্ষা ও লেপ্রোসী কন্ট্রোল কর্মসূচী। 

কর্মসূচী বাস্থবায়নকারীঃ ব্র্যাক এবং স্বাস্থ্য বিভাগ যৌথভাবে ।

অর্থায়ন ও অন্যান্য সহায়তা্কারীঃ স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রনালয়।

লক্ষ্য ও পদ্ধতিঃ মুল লক্ষ্য হচ্ছে ওপেন কেইস সনাক্ত করে চিকিৎসা প্রদানের মাধ্যমে রোগের বিস্তার নিয়ন্ত্রন করা ।

আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ বাংলাদেশের সকল জনগোষ্ঠী।

আর্সেনিক কর্মসূচীঃ

কর্মসূচীর নামঃ আর্সেনিকোসিস রোগ নির্ণয় কর্মসূচী।

কর্মসূচী বাস্থবায়নকারীঃ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এবং তাহার আওতাধীন সকল স্বাস্থ্যকর্মী ।

অর্থায়ন ও অন্যান্য সহায়তা্কারীঃ স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রনালয়।

লক্ষ্য ও পদ্ধতিঃ মুল লক্ষ্য হচ্ছে আর্সেনিকোসিস রোগ নির্ণয় এবং তাহার চিকিৎসা প্রদান।

আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ সকল জনগোষ্ঠী ।

এছাড়াও অন্যান্য সকল ধরণের রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।